Cox's Bazaar (Family Package)

Highlights

  • Place: সুগন্ধা সী-বিচ
  • ইনানি সী-বিচ
  • কলাতলি সী-বিচ
  • লাবনী সী-বিচ।
  • মেরিন ড্রাইভ
  • হিমছড়ি হিল এবং ওয়াটার ফল
  • বার্মিজ মার্কেট
  • Dulhazara Safari Park (Entry Fee 50 Tk)
  • 100 Ft Buddha (Entry Ticket 10tk)

Overview

Details About Cox's Bazzar

Cox’s Bazar is the world’s longest sea-beach and sandy beach in the world. Cox’s Bazar is one of the most popular tourist destinations in Bangladesh. By crossing the boundary of your dream leave the home, accompanied by us to travel to your desired destination. The most popular tour organizer in the country is especially couple and family friendly. 

Cox's Bazar offers a range of accommodations, from luxury resorts to budget-friendly guesthouses, to cater to the needs of different travelers. In addition to its beautiful beach, Cox's Bazar also boasts other attractions such as Himchari Waterfall, Inani Beach, Maheshkhali Island, and the Buddhist temple at Ramu. 

Peoples also search for: dhaka to cox's bazar tour package by air, us-bangla cox's bazar tour package, novoair cox's bazar tour package, cox bazar tour package from dhaka, cox bazar tour package for couple, cox's bazar package by us bangla airlines, cox's bazar package by novoair, cox bazar tour package for couple 2024, cox bazar tour package cost, tour package in cox bazar, cox bazar hotel package offer, dhaka to cox's bazar tour package by bus, regent airways cox's bazar package, cox bazar hotel package offer 2024, cox's bazar tour guide bangla, cox bazar tourist spo

Show more

Itinerary

Night 1

আমরা রাত 10:30 PM মিনিটে ঢাকা থেকে কক্সবাজার এর উদ্দেশ্যে রওনা হব।

সকালে ডলফিন মোরে নেমে অটো নিয়ে হোটেলের উদ্দেশে রওনা দিতে হবে  সকালের নাস্তা শেষে হোটেলে সী১১ টায় প্রবেশ করে চলে যাবো বীচে দুপর পর্যন্ত বীচে থাকবো  ব্যাক্তিগত ভাবে দুপুরের খাবার খেয়ে বিকালে সুগন্ধা বিচ, লাবনী পয়েন্ট, সন্ধ্যায় কক্সবাজার শহর ঘুরে দেখবো 

লোকাল বাজার ঘুরে ব্যক্তিগত কেনা কাটা করে নিবোব্যাক্তিগত ভাবে রাতের খাবার ও মার্কেটিং সেড়ে নির্ধারিত স্থানে রাত ৯ঃ০০ টার মধ্যে চলে আসবো

 

বিদ্র. প্রথম দিন বেলা ১২ঃ০০ টায় হোটেলে চেকইন এবং দ্বিতীয় দিন বেলা ১১ঃ০০ টায় চেক আউটচেক আউটের পরে আপনাদের ব্যাগ ও লাগেজ আমাদের গাইডের তত্ত্বাবধানে রেখে আপনি নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন

রাতে কক্সবাজার হোটেল রাত্রিযাপনকেউ চাইলে আরো রাত পর্যন্ত বীচে থাকতে পারবেন !

সকালের হোটেলের বুফে নাস্তা ৯ঃ০০ টার মধ্যে শেষ করেতে হবে, ৯ঃ০০ টায় চাঁদের গারি থাকবে হোটেলের সামনে সেখান থেকে আমরা  কক্সবাজারের বাকী স্পট গুলো দেখতে রওনা হবো
দর্শনীয় ইস্তানঃ 

পাহাড় ঝর্নার হিমছড়ি

মেরিন ড্রাইভ

পাথুরে সমুদ্র সৈকত ইনানী বিচ 
১০০ফিট বুদ্ধা ১০ টাকা এন্ট্রি ফী 

সাফারি পার্ক
৭ঃ৩০ তে ফিরে আসবো কক্সবাজারে 

সন্ধ্যায় কলাতলি বিচে থাকবো !

**ব্যাক্তিগত ভাবে দুপুরের খাবার শেষ করতে হবে**

ব্যাক্তিগত ভাবে রাতের খাবার ও মার্কেটিং সেড়ে নির্ধারিত স্থানে রাত ৯ঃ০০ টার মধ্যে চলে আসবো

রাতে কক্সবাজার হোটেল রাত্রিযাপনকেউ চাইলে আরো রাত পর্যন্ত বীচে থাকতে পারবেন !

সকালের হোটেলের বুফে নাস্তা ৯ঃ০০ টার মধ্যে শেষ করে নিজ নিজ রুমে গিয়ে লাগেজ গুছিয়ে নিতে হবে

১১ঃ০০ টার মধ্য চেক আউট করে বাস স্ট্যান্ড এর উদ্দেশে  রওনা হবো

দুপুর ১২ঃ৩০ মিনিট এর মধ্যে মহান আল্লাহ পাকে স্মরণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো

Accommodation

Hotel Sea Moon

AC Room, 24/7 wifi, toiletries, lift, swimming pool

Transportation

Sleeper Coach


Food policy

১ম দিনের খাবার

 সকালের নাস্তা: পরাটা, ডিম, ভাজি, পানি 

দুপুরের ও রাতের খাবারব্যাক্তিগত ভাবে

 সকালের নাস্তা: বুফে নাস্তা

দুপুরের ও রাতের খাবারব্যাক্তিগত ভাবে

Included/Excluded

সকল স্পটের এন্ট্রি ফি ও গাইড খরচ।
চান্দের গাড়ি খরচ।
কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
অনাকাঙ্ক্ষিত কারনে কোন খরচ বাড়লে
যাত্রা বিরতিতে খাবার খরচ
দ্বীপে লোকাল পরিবহন খরচ
কোন প্রকার ব্যাক্তিগত খরচ
যাওয়ার ও আসার দিন রাতের খাবার
বোট ভাড়া
অনাকাঙ্ক্ষিত কারণে বৃদ্ধি খরচ
মোবাইল রিচার্জ ও ঔষধ
মেনুতে দেওয়া খাবারের অতিরিক্ত খাবার খরচ

Know more

Note

🔊🔊🔊 যা সাথে নেওয়া উচিতঃ

🌌 ভ্রমণ ব্যাগ/লাগেজ যত হালকা হয় ততই ভালো 

🌌 যদি হটাৎ বৃষ্টি হয় , তাই বৃষ্টি থেকে নিজের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাঁচানোর জন্য ব্যবস্থা নিতে হবে

🌌 সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)

🌌 মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য)

🌌 ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি

চার্জের জন্য পাওয়ার ব্যাংক।

🌌 প্রয়োজনীয় ঔষধপত্র,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার। 

🌌 পাওয়ার ব্যাংক 

🌌 মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভ্রমন ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।


🔊🔊🔊কিছু নিয়মাবলীঃ

🔹যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। 

🔹 মজার ছলে ট্যুরমেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না। 

🔹স্থানীয়দের সাথে কোন রকমের বাজে আচরণ করা যাবে না।

🔹বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে। 

🔹মাদকদ্রব্য (ভারী পানীয়,ইয়াবা,ফেন্সিডিল ইত্যাদি) সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। সার্চ করে পেলে তার ট্যুর জরিমানাসহ বাতিল করা হবে। 

🔹হোস্ট অথবা গাইড এর অনুমতি ব্যতীত গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না। 

5 Person'(s) Package
Package Price BDT 30,000.00

Duration : 2 day(s) 3 night(s)
Package size : 5
Tour destination : Cox's Bazaar
Departure from : Dhaka
Transport : Bus (Sleeper), chander gari (Full Day)